× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চাঁদপুর-২ আসন

স্বতন্ত্র প্রার্থী হিসেবে এম ইসফাক আহসানের মনোনয়নপত্র জমা

তুহিন ফয়েজ, মতলব (চাঁদপুর) প্রতিনিধি

৩০ নভেম্বর ২০২৩, ১৮:০৯ পিএম । আপডেটঃ ৩০ নভেম্বর ২০২৩, ২১:৫১ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসনে নৌকার মনোনয়ন না পেয়ে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য, আহসান গ্রুফের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক এম ইসফাক আহসান (সিআইপি)৷

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে এম ইসফাক আহসানের পক্ষে উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক মো. সাইফুল ইসলাম সরকার এই মনোনয়নপত্র জমা দেন।

রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. কামরুল হাসান মনোনয়নপত্র গ্রহণ করেন।

এদিকে এম ইসফাক আহসানের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার খবরে চাঁদপুর-২ আসন মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষের মাঝে শান্তির সুবাতাস বইছে৷ গত ২৬ নভেম্বর থেকে নৌকার মনোনয়ন নিয়ে সাধারণ জনগণ আতঙ্কিত থাকলেও ইসফাকের মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে মতলবের সাধারণ জনগণ এখন আনন্দের জোয়ারে ভাসছে। 

এম ইসফাক আহসান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেয়ায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের মসজিদ মাদ্রাসায় মিলাদ মাহফিলের আয়োজনের মাধ্যমে মতলবে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এম ইসফাক আহসান ও তার পরিবারবর্গের জন্য দোয়া করা হচ্ছে৷

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থীরা সভা, সমাবেশ, ধর্মীয় আচার অনুষ্ঠান, সামাজিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যমে এবং রঙ-বেরঙের ডিজিটাল ব্যানার, ফেস্টুন সাঁটিয়ে, এমনকি বিভিন্ন স্থানে গেট বানিয়ে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। 

উন্নয়ন ও শান্তি সমাবেশ করে শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরছেন তাদের মধ্যে অন্যতম হলেন এম ইসফাক আহসান (সিআইপি)- এমন মন্তব্য করেছেন উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা৷

উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক মো. সাইফুল ইসলাম সরকার বলেন, দলীয় মনোনয়ন দেওয়া হলেও দলের সভাপতি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়নপ্রত্যাশীদের সমাবেশে ঘোষণা দিয়েছেন অংশগ্রহণমূলক নির্বাচনের। সেখানে স্বতন্ত্র প্রার্থী হলেও কোনো আপত্তি নেই। তাছাড়া দলীয় মনোনয়ন নিয়ে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মনক্ষুন্ন। তাই তাদের দাবির কারণে এবং অংশগ্রহণমূলক নির্বাচনে ভোটার উপস্থিতি নিশ্চিতের মাধ্যমে এ আসনটিতে জনগণের নেতা এম ইসফাক আহসান সিআইপিকে সংসদে পাঠানোর জন্য আমরা তাকে স্বতন্ত্র প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.