দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামালপুর-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী নূর মোহাম্মদসহ ৬ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মনোনয়ন দাখিলের শেষ দিনে সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থী মাহবুবুল হাসান তার মনোনয়ন পত্র জমা দেন।
এছাড়াও সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বকশীগঞ্জ ইউএনও অহনা জিন্নাতের কাছে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নূর মোহাম্মদ, জাতীয় পার্টির এসএম আবু সায়েম, কৃষক শ্রমিক জনতা লীগের আব্দুল্লাহ আল মামুন ও উপজেলা আওয়ামী লীগের সদস্য জিয়াউল হক জিয়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন।
অপরদিকে দেওয়ানগঞ্জ সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তৃণমূল বিএনপির প্রার্থী গোলাম মোস্তফা মনোনয়নপত্র জমা দিয়েছেন।