× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চাঁপাইনবাবগঞ্জে মাদকসেবন ও বিক্রির অপরাধে গ্রেফতার ৮

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

৩০ নভেম্বর ২০২৩, ১৮:৪৫ পিএম

র‌্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল ২৯ নভেম্বর রাত্রে  গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, চাঁপাইনববাগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন রহনপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের নুনগোলা কেডিসি পাড়ার  নাজমুল হোসেন এর আড়ৎ এর মধ্যবর্তী গলির ভিতর এবং চাঁপাইনববাগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন রহনপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের নুনগোলা কেডিসি পাড়াস্থ বধ্যভূমির পাম্প সংলগ্ন প্রাচীরের দক্ষিণ পার্শ্বে ফাঁকা জায়গায় অভিযান পরিচালনা করে মাদক সেবন এবং ক্রয়/বিক্রয়ের অপরাধে ১।  চাঁন মিয়া (৩৭) ২। সাকিরুল ইসলাম (২৫) ৩। ইব্রাহিম (৪৮) ৪।  সাগর (২৪), ৫। সাজু খান (২৬),  ৬। তুহিন মিয়া (৪৫), ৭। আশরাফুল ইসলাম (৩২) ৮। জাহাঙ্গীর আল(৪৫)  সর্ব থানা-গোমস্তাপুর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’দেরকে গাঁজা, কলকি, হেরোইন, মদ সহ হাতেনাতে গ্রেফতার করা হয়। 

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন কেডিসি পাড়ায় স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে মাদক বিক্রয় ও সেবন করার অভিযোগ উল্লেখিত আটজনকে হাতেনাতে গ্রেফতার করে। স্থানীয়দের অভিযোগে জানা যায় যে উক্ত এলাকায় নিয়মিতই মাদকের পসরা বসে। কতিপয় অসাধু ব্যক্তি বিভিন্ন প্রকার  মাদক সংগ্রহ করে উক্ত স্থানে এলাকার যুবক ছেলেদের মাঝে বিক্রি করতো। এদেরকে নির্মূলের জন্য স্থানীয় জনপ্রতিনিধিরা বারবার চেষ্টা করে ব্যর্থ হলে এরা আইন-শৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হয়। সাদা পোশাকে র‌্যাব এর গোয়েন্দা দল ঘটনার সত্যতা পেলে আভিযানিক দল পরিকল্পনা মোতাবেক অপারেশন পরিচালনা করে মাদক বিক্রয় ও সেবন করার সময় তাদেরকে হাতেনাতে গ্রেফতার করে।

উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর থানায় মামলা করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.