× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নারায়ণগঞ্জে সরকারি আইনজীবীর মামলায় পুলিশ স্বামীর কারাদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি

৩০ নভেম্বর ২০২৩, ১৯:১০ পিএম

নারায়ণগঞ্জে সরকারি নারী আইনজীবীর মামলায় পুলিশ পরিদর্শক স্বামী আবু নকিবকে ছয় মাসের কারাদণ্ড হয়েছে।  আসামীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলম ৩০ নভেম্বর দুপুরে এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আবু নকিব ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি বরখাস্ত।

নারায়ণগঞ্জ জেলা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) জাসমিন আহমেদ ২০০৯ সালে আদালতে স্বামী আবু নকিবের বিরুদ্ধে যৌতুকের দাবীতে প্রহার,হত্যার হুমকী,না জানিয়ে আরো একজনকে বিয়ে করার অণিযোগে মামলা করেন।

জাসমিন আহমেদ বলেন, ‘যৌতুক না পেয়ে প্রায় সময় আবু নকিব ঘুমের মধ্যে আমার গলা টিপে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যার চেষ্টা করতেন। এসব বিষয়ে প্রতিবাদ করলে বেল্ট ও বুট জুতা দিয়ে আমাকে মারধর করতেন। এছাড়া আবু নকিব আমার পর গোপনে আরও দুটি বিয়ে করেছেন। আমাকে মারধর করে পাঁচ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালঙ্কার লুটে নিয়েছিলেন। আমি আদালতের রায়ে সন্তুষ্ট।

আদালতের (বিচারিক)অতিরিক্ত সরকারি কৌঁসুলি মাকসুদা হাবিব বলেন,  জাসমিন আহমেদের সঙ্গে ২০০৭ সালের ১৪ মে নারায়ণগঞ্জ ক্লাবে পুলিশ পরিদর্শক আবু নকিবের ১০ লাখ এক হাজার টাকা দেনমোহরে বিয়ে হয়। আবু নকিব ও তার ঘনিষ্ঠরা বিয়ের পর থেকেই ৫০ লাখ টাকা যৌতুকের দাবিতে দুই দফায় জাসমিন আহমেদকে মারধর করে গুরুতর আহত করেন। এ ঘটনায় আদালতে মামলা করেন ভুক্তভোগী। আদালত ২০২৩ সালের ৩০ নভেম্বর ওই মামলায় রায় দিয়েছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.