× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শান্তি চুক্তির বর্ষপূর্তি: বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও শীতবস্ত্র বিতরণ

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি

০২ ডিসেম্বর ২০২৩, ১৩:০৮ পিএম

খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন কর্তৃক পার্বত্য শান্তি চুক্তির ২৬ বছর পূর্তি উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য শান্তি ও সম্প্রীতি র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার সকাল ৮টার দিকে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসানের নেতৃত্বে মাটিরাঙ্গায় জোন থেকে একটি র‍্যালি শুরু হয়ে মাটিরাঙ্গা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

এ সময়, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল হোসেন মজুমদার, মাটিরাঙ্গা জেনের উপ-অধিনায়ক মেজর মো: মুরাদ হোসাইন, সহকারী পুলিশ সুপার (মা‌টিরাঙ্গা সা‌র্কেল) আবু জাফর মোহাম্মদ সা‌লেহ, মা‌টিরাঙ্গা থানার ও‌সি (তদন্ত) মো: শ‌রিফসহ জনপ্রতিনিধি, স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ অংশ নেন।

একই দিনে মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে গুইমারা রিজিয়নে শীতবস্ত্র বিতরণ উদ্বোধনের পর পর মাটিরাঙ্গা জোন কর্তৃক জোন নিয়ন্ত্রিত এলাকার পাহাড়ী বাঙালী ১৫০ জন অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। 

এছাড়াও একই মাঠে ৩৯৩ জন পাহাড়ি ২৬২জন বাঙালী মোট ৬৫৫ জনকে বিনামুল্যে ঔষধ বিতরণ ও চিকিৎসাসেবা দেন মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন সাইফুজ্জামান সায়ক। এ সময় ব্যাটারী কমান্ডার মেজর মো: নাজমুল হাসান সমিক, জি উপস্থিত ছিলেন।  


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.