বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পার্বত্য শান্তি চুক্তির ২৬তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
শনিবার (২ ডিসেম্বর) সকালে দীঘিনালা সেনা জোনের উদ্যোগে সিএন্ডবি মাঠে বেলুন উড়িয়ে ২৬তম বর্ষপূর্তি উদযাপনের শুভ সূচনা করা হয়।
সম্প্রীতির মঙ্গল শোভাযাত্রা বের হয়ে সিএন্ডবি মাঠে থেকে দীঘিনালা সেনানিবাস সড়ক প্রদক্ষিণ করে জোন সদরে গিয়ে সমবেত হয়।
এতে দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লেঃ কর্ণেল রুমন পারভেজের নেতৃত্বে শোভাযাত্রায় অন্যদের মধ্যে দীঘিনালা সেনা জোনের উপ- অধিনায়ক মেজর নাহিদ হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী. মোহাম্মদ কাশেম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত খান, নারী ভাইস চেয়ারম্যান মিজ সীমা দেওয়ান, ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল মিন্টু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই প্রেমানন্দ মণ্ডলসহ স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান ও কার্বারী উপস্থিত ছিলেন।
সম্প্রীতির মঙ্গল শোভাযাত্রায় পার্বত্য এলাকার ১১টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায় ও বাঙালিরা মিলে বর্ণিল পোশাক, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে অংশগ্রহণ করেন।
এদিকে শান্তিচুক্তির ২৬তম বর্ষপূর্তি উপলক্ষে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধিন দীঘিনালা সেনা জোনের আয়োজনে শতাধিক গরীব ও অসহায় মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবার পাশাপাশি দুস্থদের শীতবস্ত্র বিতরণ করা সহ শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে সেনাবাহিনী।