× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

স্ত্রীর যৌতুক মামলায় অডিট কর্মকর্তা জেলহাজতে

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

০৪ ডিসেম্বর ২০২৩, ১২:০২ পিএম

বিয়ের পর থেকেই নানা অজুহাতে স্ত্রীকে শারীরিক, মানষিক নির্যাতন ও যৌতুক দাবির পর আদালতে স্ত্রীর দায়ের করা ৩টি যৌতুক মামলার একটিতে হাজিরা দিতে গিয়ে বগুড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত জুনিয়র অডিট কর্মকর্তা আসলাম খান কে জেলহাজতে পাঠিয়ে দেন।

বগুড়ার  আদালতে  দায়েরকৃত মামলার বিবরণে জানা যায়, বগুড়া জেলার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের  আম্বইল গ্রামের সাবেক ইউপি সদস্য ইমরুল হোসেনের কন্যা মোছাঃ ইরিন আক্তার এর সাথে  চলতি বছরের  ১৮ ফেব্রুয়ারি মাসে তিন লাখ টাকার দেন মোহরানায় দুই পরিবারের সম্মতিতে একই ইউনিয়নের জামালপুর গ্রামের আব্দুর রউফ খানের ছেলে আসলাম খানের সাথে বিবাহ সম্পন্ন হয়। আসলাম খান বর্তমানে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলায় সরকারি হিসাব রক্ষণ অফিসে  জুনিয়র অডিট কর্মকর্তা হিসাবে কর্মরত রয়েছে বলে তথ্যে নিশ্চিত করেছে। 

এদিকে মামলার বাদী স্ত্রী ইরিন আক্তার পৃথক পৃথক মামলায় উল্লেখ করেন যে, সরকারি চাকরিরত তার স্বামী বিয়ের পর থেকে তাকে ঠুনকো অজুহাতে মারধর করা সহ বিভিন্ন ভাবে অকথ্য ভাষায় গালিগালাজ শারীরিক নির্যাতন, মানুষিকভাবে হেনস্থা, নিত্যদিন বাবার বাড়ি  থেকে যৌতুক হিসেবে তিন লাখ টাকা দাবি করে নির্যাতন চালাতে থাকে। 

স্বামীর অতিরিক্ত নির্যাতন, ও যৌতুক দাবীতে  অতিষ্ঠ হয়ে  ইরিন আক্তার বাদী হয়ে বগুড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী  আদালতে যৌতুক ও নারী শিশু নির্যাতন দমন আইনে গত ৪ সেপ্টেম্বর  মামলা দায়ের করেন।  মামলা নং ৪৭১/সি ২০২৩ (শেরপুর) স্ত্রীর যৌতুক মামলায় তেলে বেগুনে জ্বলে ওঠে সরকারি ওই কর্মকর্তা  মামলা তুলে নিতে  স্ত্রী সহ শ্বশুর কে নানা ধরনের ভয়ভীতি, হুমকি দিয়ে আসছে।  পরবর্তীতে জীবনের নিরাপত্তা কল্পে ইরিন আক্তার একই আদালতে গত ৫ অক্টোবর ২য় মামলা নং ৬৯০সি/(শেরপুর)  এবং সব শেষে ৭ নভেম্বর ৭২০/সি  (শেরপুর) তৃতীয় মামলাটি দায়ের করেন। 

এদিকে মামলার বাদিনী বলেন, স্বামীর নির্যাতন ও  যৌতুকের হাত থেকে বাঁচতে মামলা করেও  জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বলে শঙ্কায় রয়েছে।

অপর দিকে প্রথম দায়েকৃত মামলায় ২৭ নভেম্বর আদালতে হাজিরা দিতে যান তিনি মামলার অভিযুক্ত আসামি ও অডিট কর্মকর্তা। আদালত জামিন নামঞ্জুর করায় আদালতের মাধ্যমে সরকারী ওই অডিট  কর্মকর্তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।  

অপরদিকে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার হিসাব রক্ষণ কর্মকর্তা ( অ-দা)  প্রতুল কুমার মন্ডলের নিকট ফোনে এ সংক্রান্ত তথ্য জানতে চাইলে তিনি বলেন, আসলাম খান এই অফিসে জুনিয়র অডিট কর্মকর্তা হিসাবে কর্মরত  সে  তিন দিনের ছুটিতে রয়েছে, তবে কবে ছুটি নিয়েছেন বললেই ফোন কেটে দেন ঐ কর্মকর্তা। অপরদিকে মামলার বিবাদী আসলাম খানের বক্তব্য জানার জন্য তার মোবাইল নম্বরে বারবার  যোগাযোগ করেও সম্ভব হয়নি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.