বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মতলব দক্ষিণ উপজেলা কমান্ডের ও উপজেলা প্রশাসনের আয়োজনে ৪ ডিসেম্বর মতলবমুক্ত দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল সোমবার সকাল ৯টা ১৫ মিনিটে বিজয় ভবনে জাতীয় পতাকা উত্তোলন, ৯টা ৩০ মিনিটে দীপ্ত বাংলা পাদদশে পুষ্পস্তবক অর্পণ, ১০টায় বর্ণাঢ্য র্যালি, ১০টা ৩০ মিনিটে আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেনু দাসের সভাপতিত্বে ও মুক্তিযুদ্ধার সন্তান কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদলের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) লিটন চন্দ্র দে, থানার অফিসার ইনচার্জ রিপন বালা, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লেলিন, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান, মতলব মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বশির উল্লাহ সরকার প্রমুখ।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মুক্তিযোদ্ধা রুস্তম আলী তালুকদার ও গীতা পাঠ করেন মুক্তিযোদ্ধা বিভুতী ভূষণ মজুমদার।
এ সময় উপস্থিত ছিলেন উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, মতলব পৌরসভা, মতলব দক্ষিণ থানা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠনসহ নেতৃবৃন্দ।