আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী আচরণ বিধি লংঘন করায় গাইবান্ধা-৫ সংসদীয় আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মাহমুদ হাসান রিপনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বগুড়ার সহকারী জজ ও নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ওমর ফারুক।
আগামী ৬ ডিসেম্বর বিকেল ৩.৩০ মিনিটে তাকে যুগ্ম জেলা ও দায়রা জজ, ২য় আদালত, গাইবান্ধা কার্যালয়ে স্বশরীরে হাজির হয়ে কারণ দর্শানোর জন্য নির্দেশ প্রদান করা হয়েছে ।
অভিযোগে উল্লেখ করা হয়, মনোনয়নপত্র দাখিলের দিন ব্যাপক সংখ্যক নেতাকর্মী-সমর্থক নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করেন এবং সেই শোভা যাত্রা ড্রোন দিয়ে ভিডিও করে ব্যক্তিগত ফেসবুকে প্রচার-প্রচারনা করেছেন। যেখানে ভিউ হয়েছে ৪ লাখ ৪৯ হাজার, শেয়ার করা হয়েছে ৩৩৭জন এবং লাইক পড়েছে ১৮ হাজার ২শ।
এছাড়াও নির্বাচনী এলাকায় ভোট চেয়ে পোষ্টার, ব্যানার লাগানো হয়েছে যা নির্বাচনী আচরণ বিরোধী লংঘন বলে উল্লেখ করা হয়।