× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফুলবাড়ীতে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

০৬ ডিসেম্বর ২০২৩, ১২:২২ পিএম

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সংলগ্ন মাঠে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফায়ার সার্ভিস তা'লিমুল কোরআন বালক ও বালিকা মডেল মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি ও ছাত্রীদের বোরকা প্রদান উপলক্ষে অত্র মাদ্রাসা কর্তৃপক্ষ ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করে। মাহফিলের সার্বিক তত্বাবধানে ছিলেন শাহবাজার আবুল হোসেন সিনিয়র ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মোঃ নজির হোসেন। 

মঙ্গলবার বাদ মাগরিব হতে তাফসীরুল কুরআন মাহফিলে উপজেলার বিভিন্ন মাদ্রাসার আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ বয়ান পেশ করেন। তাদের বয়ান শেষে মাদ্রাসার ২ জন হাফেজ ছাত্রকে পাগড়ি ও ২ জন হাফেজা ছাত্রীর অভিভাবককে বোরকা প্রদান করেন উপস্থিত সুধীবৃন্দ। 

তাফসীরুল কোরআন মাহফিলে সভাপতিত্ব করেন, শাহবাজার আবুল হোসেন সিনিয়র ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা মোঃ আবুল কাশেম সরকার। মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন, বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন দৈনিক যুগান্তর পত্রিকার ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজ মজনু।

তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য পেশ করেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মোঃ নুরুল্লাহ আল বাশির। খতিব, বাবে রহমত জামে মসজিদ, তাকমিল- জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা যাত্রাবাড়ী, ঢাকা। দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য পেশ করেন, মুফাসসিরে কুরআন, সমগ্র বাংলাদেশ ও ভারত সফরকারী বিশিষ্ট ওয়ায়েজীন হাফেজ মাওলানা মোঃ ফিরোজ আহমদ সিদ্দিকী। খতিব, বাইতুল হুদা কেন্দ্রীয় জামে মসজিদ ও তাহজিবুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসা, ঢাকা। 

কোরআন হাদিসের আলোকে প্রধান বক্তার গুরুত্বপূর্ণ আলোচনা শেষে মাহফিলের সভাপতি মাওলানা মোঃ আবুল কাশেম সরকার মাদকের ভয়াবহতা তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি বলেন, ভারতীয় সীমান্তবর্তী হওয়ায় আমাদের ফুলবাড়ী উপজেলায় বর্তমানে মাদকের ছড়াছড়ি। দিন যতই যাচ্ছে পরিস্থিতির অবনতি ঘটছে। ধর্মীয় অনুশাসন থেকে দুরে সরে যাওয়ার ফলে আজকে আমরা ধ্বংসের দিকে ধাবিত হচ্ছি। আমাদের সমাজ অন্ধকারে নিমজ্জিত হচ্ছে। এভাবে চলতে থাকলে গোটা যুব সমাজ ধ্বংস হয়ে যাবে। আর চুপচাপ থাকার সময় নাই। মাদক নির্মূলে আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে। কোরআন সুন্নাহর আলোকে আগামী প্রজন্মকে গড়ে তুলার আহ্বান জানান তিনি। 

সভাপতির বক্তব্য শেষে মুসলিম উম্মাহ'র মঙ্গল কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.