× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নির্বাচন গ্রহণযোগ্য করতে সব ব্যবস্থা নেয়া হয়েছে: ইসি আলমগীর

শেরপুর প্রতিনিধি

০৬ ডিসেম্বর ২০২৩, ১২:২৭ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। এর আগের নির্বাচনে যেহেতু সেনাবাহিনী থাকতো, এবারের নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনে সেনাবাহিনী মোতায়েন করা হবে বলেও জানান তিনি। 

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাসহ নির্বাচন কাজে নিয়োজিত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, একটি রাজনৈতিক দল নির্বাচনে না আসলেও বড় দুটি রাজনৈতিক দল নির্বাচনে এসেছে। কেউ যদি পরিস্থিতি নষ্ট করতে চেষ্টা করে, সেটা প্রতিহত করতে তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে। নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, নির্বাচন গ্রহণযোগ্য করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ভোটারদের নিরাপত্তার জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে।

এসময় শেরপুরের রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল খায়রুম, পুলিশ সুপার মোনালিসা বেগম, সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.