মেহেরপুরের গাংনীতে ফুটবল খেলতে গিয়ে স্বপ্নীল (১৭) নামের এক এস এস সি পরিক্ষাত্রীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিটের সময় গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামে এঘটনা ঘটে। স্বপ্নীল জোড়পুকুরিয়া গ্রামের উত্তর পাড়ার কউছার আলীর ছেলে ও সন্ধানি স্কুল এন্ড কলেজের এস এস সি পরিক্ষাত্রী।
স্থানীওরা জনান বাড়ির পাশে ফাকা জায়গায় কয়েকজন বন্ধু মিলে ফুটবল খেলছিলো। খেলার সময় একটি বল সজোরে তার বুকে লাগে । বল লাগার পর স্বপ্নীল অজ্ঞান হয়ে মাটিতে লুটায়া পড়ে । বন্ধুরা ও স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে আসে । গাংনী উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের চিকিৎসক জামিরুল ইসলাম তাকে মৃত ঘোষণা করে ।
গাংনী থানার ওসি তাজুল ইসলাম বলেন, ছাত্র মৃত্যেুর ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছে এবং মৃত্যুর সঠিক কারন তদন্ত করা হচ্ছে।