নারায়ণগঞ্জে চুরি, ছিনতাই বেড়ে গেছে। সে কারণে গনপিটুনিতে মৃত্যুর সংখ্যাও বাড়ছে।
নারায়ণগঞ্জ সদর থানার নিতাইগন্জ কাচারীগলী এলাকায় ২২ নভেম্বর রাত সাড়ে ১২টায় ছিনতাই সংঘটন হয়। সেখানে রাতে ভুক্তভোগী চিৎকার করলে আশপাশের মানুষ এগিয়ে যায় ও এক ছিনতাইকারীকে আটক করে। দুই ছিনতাইকারী পালিয়ে যায়।
ওই এলাকায় তখন মানুষ তাকে গনপিটুনী দেয়।ঘটনাস্হলেই তার মৃত্যু হয়।ঘটনাস্হলে ঘন্টাক্ষানিক পর পুলিশ যায় ও লাশ উদ্ধার করে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদাত হোসেন বলেন,ওই মৃতের নাম হাবিবুর রহমান।সে সদর থানার বাবুরাইল এলাকার বাচ্চু মিয়ার ছেলে।হাবিবুর রহমানের নামে ছিনতাইয়ের সাতটি মামলা রয়েছে।
জেলার ফতুল্লা থানার দেওভোগ মাদ্রাসা পূর্বনগর এলাকায় ২৫ নভেম্বর রাতে ছিনতাইকালে এক যুবক আটক হয়।দেওভোগ পূর্বনগরে ওই রাতে মানুষ ওই যুবককে গনপিটুনী দেয়।সেখানেই পরে তার মৃত্যু হয়।পুলিশ পরে লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।থানার ওসি মোঃ নূরে আজম মিয়া বলেন,মৃতের নাম কৃষ্ণা সেন(৩২)।সে থানার মাসদাইর গুদারাঘাট এলাকার গিরিস চন্দ্র সেনের ছেলে।তার নামে সদর ও ফতুল্লা থানায় বেশ ক' টি ছিনতাই মামলা রয়েছে।
জেলার আড়াইহাজার থানার হাইজাদী কলাগাছিয়া তাতীপাড়া গ্রামের প্রবাসী ফারুক মিয়ার স্ত্রী জরিনা প্রকৃতির ডাকে সাঈা দিতে ঘর থেকে বের হয়ে পাশের সৌচাগারে যায়।ঘরের খোলা দরোজা দিয়ে ৪ ডিসেম্বর ভোরে চোর ঢুকে।ওই ঘরের আলমারী ভেঙ্গে তখন চোর মালামাল চুরি করতে থাকে।গৃহবধু তখন তা দেখে বাইর থেকে দরোজা বন্ধ করে দিয়ে চিৎকার করতে থাকে।তাতীড়ায় তখন মানুষ গিয়ে চোরকে আটক ও গনপিটুনী দেয়।ফলে সে গুরুতর জখম হয়।পরিচিতরা উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।থানার ওসি আহসানউল্লাহ বলেন,মৃতের নাম রায়হান মিয়া (২২)।সে কলাগাছিয়া তাতীপাড়া গ্রামের জালালউদ্দিন মিয়ার ছেলে।তবে,মৃতের স্বজনরা বলেছে,রায়হান চোর না।সে রিক্সা চালক এবং কখনো কখনো রাজমিস্ত্রী কাজ করতো।এদিকে সদর থানায় হাবিব ও ফতুল্লা থানায় কৃষ্ণা এবং আড়াইহাজার থানায় রায়হানের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে।
এদিকে তিন থানা এলাকায় ১২ দিনে গনপিটুনীতে তিন যুবকের মৃত্যুর বিষয়ে নগরীর বাসিন্দা জি এম মাসুদ বলেন,জেলাজুড়ে দিন কি রাত, অহরহ চুরি ছিনতাই সংঘটন হয়।থানাগুলোতে ভূক্তভোগীরা মামলা করতে গেলে সুবিধার পরিবর্তে ভোগান্তির শিকার হয়।একশটা ঘটনার মধ্যে এক দুইটা মামলা হয়।শুধু তাই নয়, সদর থানার চাষাঢ়া এলাকার মহিলা কলেজের পাশে ২০২২ সালের ২৯ অক্টোবর রাতে ছিনতাইকারীরা ছুরিকাঘাত পূর্বক কুষ্টিয়ার দৌলতপুর থানার প্রাগপুর গ্রামের জয়নুর রহমান জনি(২০) কে হত্যা করে সর্বস্ব লুটে নেয়।সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইল এলাকায় ২০২৩ সালের ১১ জুলাই চট্রগ্রামের পটিয়া থানার দক্ষিনঘাটা গ্রামের আরমান হোসেন রোহান(২২) কে ছুরিকাঘাত পূর্বক হত্যার পর ছিনতাইকারীরা সর্বস্ব লুটে নিয়ে গেছে।পুলিশী অবহেলায় এক পাশে ভূক্তভোগীরা হয়রানীর শিকার,হতাশ--অন্য পাশে ছিনতাইকারী, চোরেরা উৎসাহ বোধ করছে।ওই সব কারনে পুলিশের প্রতি মানুষের আস্হা নেই।সে কারনেই মানুষ আইন নিজের হাতে তুলে নিচ্ছে।আর গনপিটুনীতে মৃত্যুর সংখ্যা বাড়ছে।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
