নড়াইলের লোহাগড়া উপজেলার চরকালনা গ্রামের একটি বসতবাড়ি থেকে ৩৪৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আসামি এস এম ওহিদুজ্জামান প্রকাশ সোহাগ (২৭) পলাতক।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপপরিদর্শক আব্দুস ছালামের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে নড়াইলের লোহাগড়া উপজেলার চরকালনা গ্রামের গোলাম মোস্তফার ছেলে আসামি এস এম ওহিদুজ্জামান প্রকাশ সোহাগের বসতবাড়ি থেকে ৩৪৮ পিস ইয়াবা উদ্ধার করে।
এ সময় আসামী সোহাগ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
পলাতক সোহাগের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সহকারী উপপরিদর্শক আব্দুস ছালাম বাদী হয়ে লোহাগড়া থানায় একটি মাদক মামলা দায়ের করেন।
এ ঘটনায় লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, আসাাম সোহাগের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।