× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাইবান্ধায় ২৬ বোতল বিদেশি মদসহ যুবলীগ নেতা আটক

গাইবান্ধা প্রতিনিধি

০৬ ডিসেম্বর ২০২৩, ১৩:৩৯ পিএম

গাইবান্ধা সদর উপজেলার কামারজানী থেকে ২৬  বোতল বিদেশী মদসহ মোঃ মারুফ হাসান (৩৪) নামে এক যুবককে আটক করেছে র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা। 

বুধবার সকালে আটককৃত মারুফ হাসানের  বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।

আটককৃত মারুফ হাসান  গাইবান্ধা  সদর উপজেলার কামারজানী ইউনিয়নের মোঃ দুলু মিয়ার ছেলে । এবং 

তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগ, কামারজানী ইউনিয়ন শাখার আহবায়ক।

র‍্যাব- ১৩ এর গাইবান্ধা ক্যাম্পের কমান্ডার মাহমুদ বশির আহমেদ বলেন, মাদক বিক্রয়ের উদ্দেশ্যে গাইবান্ধা সদর উপজেলার কামারজানী এলাকায় একজন অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে সেখানে অভিযান চালানো হয়।

অভিযানে যুবক মারুফ হাসানকে হাতেনাতে আটক করা হয়। আটককালে তার কাছ থেকে ২৬ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।

 সে দীর্ঘদিন থেকে আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিল। 

তিনি আরও জানান, সকালে  আটক মারুফের   বিরুদ্ধে গাইবান্ধা সদর  থানায় মাদক মামলা রুজু করা হয়। পরে তাকে  আদালতে প্রেরণ করা হয়েছে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.