× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

স্মার্ট হোমনা-মেঘনা গড়তে নৌকাকে আবারও বিজয়ী করতে হবে: সেলিমা আহমাদ

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

২১ ডিসেম্বর ২০২৩, ১৭:০৭ পিএম

কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনে সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী এমপি বলেছেন পঞ্চাশ বছর পর নৌকার বিজয় পেয়েছি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার সফল বাস্তবায়ন করতে শেখ হাসিনাকেই আবারও বিজয়ী করতে হবে। এ বিজয় রক্ষা করতে ও স্মার্ট হোমনা-মেঘনা গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান। 

বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলা আওয়ামীলীগের প্রধান কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, এ আসনে অনেকেই নৌকা নিয়ে নির্বাচন করেছেন কিন্ত কেহ জিততে পারেনি। ২০১৮ সালে প্রথম আমরাই বিজয় লাভ করেছি। নেতাকর্মীদের সহযোগীতায় আবার বিজয় লাভ করবো ইনশাল্লাহ। 
  
উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌর মেয়র এ্যাডভোকেট মো. নজরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক মহিউদ্দিন খন্দকারের উপস্থাপনায় বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম রুহুল আমীন ও সাধারণ সম্পাদক মো. রোশন আলী মাস্টার, সাংগঠনিক সম্পাদক মো.হুমায়ুন কবীর, ধর্ম বিষয়ক সম্পাদক মোতাহার হোসেন মোল্লা, মেঘনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল্লা মিয়া রতন সিকদার, 

আরো বক্তব্য রাখেন হোমনা উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নছিমা আক্তার রীনা, হোমনা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন, পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন বাবুল, মেজবাহ উদ্দিন সরকার, দেলোয়ার হোসেন ফারুক, যুবলীগের সভাপতি খন্দকার নজরুর ইসলাম, সাধারণ সম্পাদক কাওসার আহম্মেদ বেপারী, ছাত্রলীগের সভাপতি ফয়সাল সরকার প্রমুখ।

পরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সেলিমা আহমাদ মেরীর পক্ষে আনুষ্ঠানিক প্রচারণায় অংশগ্রহণ করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.