চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চকপাড়া সীমান্তে ৭টি বিদেশি পিস্তল, ১৩টি ম্যাগাজিন ও ২৪২ রাউন্ড পিস্তলের গুলি এবং ৫১ রাউন্ড মেশিনগানের গুলিসহ এক নারীকে গ্রেফতার করেছে বিজিবি।
গ্রেফতারকৃত হলো, জেলার শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের পশ্চিম চন্ডিপুর গ্রামের মো. হুমায়ন কবিরের মেয়ে মোসা. রুমি খাতুন (৩০)।
বৃহস্পতিবার দুপুর ২টার সময় ৫৯ বিজিবি ব্যাটালিয়ন সদরে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন বিজিবির রংপুর রিজিয়নের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল খন্ডকার শফিকুজ্জামান ও ৫৩ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া।
বিজিবি অধিনায়ক প্রেস ব্রিফিংয়ে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৯ বিজিবি’র চকপাড়া বিওপি’র সীমান্ত পিলার ১৮২/৬ এস হতে ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের উনিশবিঘী নামক স্থানের একটি আমবাগানে বুধবার রাত ৮ টা ১০ মিনিটের সময় ভারত হতে কয়েকজন চোরাকারবারি প্রবেশকালে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা দৌদ দিযে ভারতের দিকে পালিয়ে যায়। পরে বস্তাটি তল্লাশি করে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করে। এরআগে সোনামসজিদ সীমান্তে এক মহিলাকে ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৬ রাউন্ডসহ রুমিকে আটক করে ৫৯ বিজিবির সদস্যরা।
রংপুর রিজিয়নের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল খন্ডকার শফিকুজ্জামান জানান, সীমান্তে নিবার্চনের আগে এত বড় অস্ত্রের চালানের হোতাদের খুঁজে বের করার তদন্ত শুরু হয়েছে।
গ্রেফতারকৃত রুমির বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে।