× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাদারীপুরে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা

মাদারীপুর প্রতিনিধি

২১ ডিসেম্বর ২০২৩, ১৭:২৭ পিএম । আপডেটঃ ২১ ডিসেম্বর ২০২৩, ১৭:৪৪ পিএম

মাদারীপুরে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা ও আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে রাজৈর উপজেলার প্রতিবন্ধী কল্যাণ সংস্থা ও বিদ্যালয় প্রাঙ্গণে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা। 

এসময় তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের আদর, যত্ন ও ভালোবাসায় সমাজের মূলধারার সাথে নিয়ে আসতে হবে। ওদের মধ্য থেকে লুকায়িত প্রতিভা খুঁজে তার বিকাশ ঘটানোর লক্ষ্যে কাজ করতে হবে।

বার্ষিক ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে এতে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র। 

তিনি জানান, আজকের আয়োজনে ১৪টি খেলায় ৩৫ জন শিশু অংশগ্রহণ করে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা জাতীয় পর্যায়ে ঢাকায় অংশগ্রহণের সুযোগ পাবে। অংশগ্রহণকারী সকলকেই পুরস্কার জার্সি ও শুভেচ্ছা উপহার দেওয়া হয়।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শহীদুল ইসলাম, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসাইন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ডা. মো. নাসির উদ্দিন, প্রতিবন্ধী কল্যাণ সংস্থা ও  বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সেলিম শরীফ, শিক্ষক-শিক্ষার্থীসহ অনেকেই।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.