× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাংবাদিক মোনাজাত উদ্দিনের মৃত্যুবার্ষিকীতে রংপুর প্রেসক্লাবে স্মরণসভা

রংপুর ব‌্যু‌রো

৩০ ডিসেম্বর ২০২৩, ১২:৩৭ পিএম । আপডেটঃ ৩০ ডিসেম্বর ২০২৩, ১২:৩৮ পিএম

রংপুরের প্রথম একুশে পদকপ্রাপ্ত চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিনের ২৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে রংপুর প্রেসক্লাব মিলনায়তনে মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্মরণসভায় প্রেসক্লাবের সভাপতি মোনাব্বর হোসেন মনার সভাপতিত্বে ও সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক ফরহাদুজ্জামান ফারুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন- যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাসের বাপি, ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর কবির জিতু, দপ্তর ও যোগাযোগ সম্পাদক সিদ্দিকুর রহমান, কার্যকরি সদস্য সাইফুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সদস্য রফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন কামরুল হাসান টিটু, হাশেম আলী প্রমুখ।

মোনাজাত উদ্দিনের জীবনকর্ম নিয়ে স্মরণসভা শেষে সাংবাদিক মোনাজাত উদ্দিনের আত্নার শান্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন জাহাঙ্গীর কবির জিতু। 

এদিকে শুক্রবার সাংবাদিক মোনাজাত উদ্দিনের পরিবারের পক্ষ থেকে মরহুমের কবর জিয়ারত, দোয়া অনুষ্ঠান করা হয়েছে। দিবসটি রংপুর ও গঙ্গাচড়া উপজেলার বিভিন্ন সংগঠন আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করেছে।

উল্লেখ্য, ১৯৯৫ সালের ২৯ ডিসেম্বর গাইবান্ধা জেলার বালাসিঘাটে সংবাদ সংগ্রহে গিয়ে ফেরি থেকে পড়ে গিয়ে সাংবাদিক মোনাজাত মৃত্যুবরণ করেন। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.