জয়পুরহাটের পাঁচবিবিতে সাড়ে ৩ কেজি গাঁজাসহ আরিফুল ইসলাম (২৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।
শনিবার সকালে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে ।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, শুক্রবার রাতে পাঁচবিবি পৌরসভাধীন সোনারপট্টি মোড়ে র্যাব সদস্যরা মাদক বিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করে ।
আটক মাদক কারবারি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের চকশিমুলিয়া গ্রামের নাছির উদ্দিন মন্ডলের ছেলে।
সিপিসি-৩, জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক জানান, মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা সময় আরিফুল ইসলাম সীমান্ত হতে মোটর সাইকেল যোগে অবৈধ মাদক দ্রব্য গাঁজা বহন করে নিয়ে আসার সময় তাকে আটক করা হয়। এ সময় তল্লাশীকালে তার মোটরসাইকেলে অভিনব কায়দায় লুকানো ৩.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, আরিফুল ইসলাম এলাকার চিহ্নিত একজন মাদক কারবারি । সে সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
আটক আরিফুলকে পাঁচবিবি থানায় সোর্পদ করা হয়েছে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ফয়সাল বিন আহসান বিষয়টি নিশ্চিত করছেন।