× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কচুয়ায় বিদেশি মদ ও মোটরসাইকেলসহ ২ যুবক আটক

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

৩০ ডিসেম্বর ২০২৩, ১৬:৫২ পিএম

চাঁদপুরের কচুয়ায় তিন বোতল বিদেশি মদ ও মোটরসাইকেলসহ দুই যুবক আটক করেছে কচুয়া থানা পুলিশ। 

গতকাল শুক্রবার বিকালে উপজেলার পৌরসভার অন্তর্গত কড়ইয়া গ্রাম এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে পুলিশ তাদের আটক করে। 

আটককৃতরা হলো, নোয়াখালী চাটখিল উপজেলার শোল্লা গ্রামের নুর নবী ভূঁইয়ার ছেলে সাইফুল ইসলাম  সৈকত ও কুমিল্লা সদর দক্ষিণের বারপাড়া গ্রামের তোফায়েল আহমেদের ছেলে শাহনিয়াজ উদ্দিন আহমেদ।

কচুয়া থানার ওসি মো. মিজানুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা কচুয়া থানা এলাকা হতে বিদেশি মদ কম দামে কিনে বেশি দামে বিক্রির জন্য ঢাকার উদ্দেশে রওয়ানা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিদেশি মদ ও মোটরসাইকেলসহ তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর চাঁদপুরের আদালতে পাঠানো হয়।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.