× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রামপাল প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

৩০ ডিসেম্বর ২০২৩, ১৬:৫৭ পিএম

পঞ্চম পেরিয়ে ষষ্ঠ বছরে পদার্পণ উপলক্ষে নানা আয়োজনে প্রেসক্লাব রামপাল এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। 

বর্ণাঢ্য র‌্যালি করে সড়ক প্রদক্ষিণ ও কেক কেটে অনুষ্ঠানের সূচনা করা হয়। 

সাংবাদিকরা সমাজের দর্পণ। সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে সাংবাদিকরা বিশেষ ভূমিকা পালন করেন। সমাজ ও রাষ্ট্রের নানা অসংগতি তুলে ধরে রাষ্ট্র সংস্কারের কাজ করেন। স্থায়ীত্বশীল উন্নয়নে তৃণমূল পর্যায়ে কাজ করছেন তারা। দায়িত্বের সাথে সাংবাদিকরা তাঁদের পেশাদারী দায়িত্ব পালন করলে বাংলাদেশ এগিয়ে যাবে। তবে সৎ সাংবাদিকতার কোন বিকল্প নেই। নীতি আদর্শিক সাংবাদিকতা দেশ ও রাষ্ট্রের সুফল বয়ে আনে। 

শনিবার বেলা ১১ টায় উপজেলা কৃষি অফিস মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি এম এ সবুর রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুজন মজুমদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রামপাল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ মো. মজনুর রহমান এসব কথা বলেন। 

বিশেষ অতিথির বক্তব্য দেন পেড়িখালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও শিক্ষাবিদ শেখ সুলতান আহমেদ, এডভোকেট দিব্যেন্দু বোস, সাবেক প্রধান শিক্ষক পীযুষ কান্তি অধিকারী, সিডিপি'র সিরাজুল ইসলাম, ভাগা বাজার বণিক সমিতির সভাপতি অজয় কুমার রায়, সুব্রত মন্ডল, ক্লাবের সি. সহ সভাপতি মোতাহার হোসেন মল্লিক, কবির আকবর পিন্টু, শাহজালাল গাজী, মিলন মন্ডল, মোল্লা হাফিজুর রহমান, মেহেদী হাসান,  সরদার মহিদুল ইসলাম, রেজাউল ইসলাম. আমিনুল ইসলাম নান্টু.তৌকির আহমেদ, লায়লা সুলতানা, মুরশিদ পারভীন, হারুন শেখ, তুহিন মোল্লা প্রমুখ।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.