× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

খুলনায় ইউজিসি সদস্য অধ্যাপক বিশ্বজিৎকে ইসির শোকজ

খুলনা প্রতিনিধি

৩০ ডিসেম্বর ২০২৩, ১৭:২৬ পিএম

নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র চন্দকে শোকজ করেছে সংশ্লিষ্ট নির্বাচনী তদন্ত কমিটি।

শনিবার (৩০ ডিসেম্বর) তাকে শোকজ করেন খুলনা-৫ আসনের নির্বাচনী তদন্ত কমিটি ও সিনিয়র সহকারী জজ রত্না সাহা।

শোকজের চিঠিতে উল্লেখ করা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী শেখ আকরাম হোসেন জেলা প্রশাসক, খুলনা ও রিটার্নিং অফিসারের কার্যালয় বরাবর আপনার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করলে লিখিত অভিযোগটির আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য এই কমিটির নিকট প্রেরিত হয়।

ওই অভিযোগ অনুযায়ী আপনি সরকারি সুবিধা ভোগী ব্যক্তি হওয়া স্বত্বে ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এ খুলনা-৫ (ডুমুরিয়া, ফুলতলা ও গিলাতলা ক্যান্টনমেন্ট এলাকা) বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নারায়ণ চন্দ্র চন্দে পক্ষে প্রচারণায় সক্রিয়ভাবে অংশ গ্রহণ করেন, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।

এমতাবস্থায় আপনার অনুরূপ কার্যের কারণে আপনার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কেন নির্বাচন কমিশন বরাবর সুপারিশসহ প্রতিবেদন প্রেরণ করা হবে না, তা ৩১ ডিসেম্বর দুপুর ১২টায় সময় আপনি নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।

অধ্যাপক বিশ্বজিৎ নৌকার প্রার্থী নারায়ণ চন্দ্র চন্দের ছেলে। তিনি বিগত উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী গাজী এজাজের ঘোড়া প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারনায় অংশ নেন।  তখন আঠারোমাইল বাজারের একটি পথসভায় ঘোড়ার চাটিতে নৌকা তলিয়ে যাবে এমন বক্তব্য দিয়ে ব্যাপক সমালোচিত হন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.