জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের চার শতাধিক নেতাকর্মীদের নিয়ে পূজা পুনর্মিলনী নামে নৌকা প্রতীকের নির্বচনী কর্মী সভা করেছেন জয়পুরহাট-১ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু।
শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে শহরের স্টেশন এলাকায় স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে জেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের যৌথভাবে এই পূজা পুনর্মিলনী করা হয়।
এতে জেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শ্যামল কুমার সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান, সহ-সভাপতি ও কেন্দ্রীয় হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল, সাধারণ সম্পাদক জাকির হোসেন, জেলা আ.লীগের নেতা শেখর মজুমদার, নন্দলাল পার্শীসহ অন্যরা।
এসময় বক্তারা চলমান সরকারের উন্নয়ন ধরে রাখতে সনাতন সম্প্রদায়ের অনুসারীদের কাছে পুনরায় নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।