আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহতের ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সাধারণ জনগণ।
বৃহস্পতিবার সকালে পল্লীবিদ্যুৎ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নবীনগর থেকে বাইপাইলগামী ট্রাকের চাপায় লিটন নামের একজন অটোরিকশা যাত্রী মারা যায়।নিহত লিটন জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। তিনি আশুলিয়ার ঘোড়াপির মাজার সংলগ্ন একটি ভাড়া বাসায় বসবাস করতেন।নিহত লিটন পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।
জানা যায়, নিহত ব্যাক্তি বাইপাইল থেকে পল্লীবিদ্যুৎ আসার পথে একটি ট্রাক সামনাসামনি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে মারা যান লিটন নামের অটোরিকশায় থাকা যাত্রী।কিছু দূর যাওয়ার পড়ে ট্রাকটি আরও একটি অটো কে ধাক্কা দিলে সেখানেও দুইজন গুরুতর আহত হয়।আহতদের তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হয়।
খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনা স্থলে এসে উত্তেজিত জনতাকে শান্ত করতে চেষ্টা করেন।এই ঘটনায় ট্রাক ড্রাইভারকে আটক করা হয়েছে।