× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিংড়ায় পুলিশের ওপর বিএনপিকর্মীদের হামলা-ভাঙচুর

নাটোর প্রতিনিধি

০৪ জানুয়ারি ২০২৪, ১৫:৩৩ পিএম

নাটোরের সিংড়ায় নির্বাচন বিরোধী প্রচার-প্রচারণার সময় বাধা দেয়ায় পুলিশের উপর হামলা চালিয়েছে বিএনপির কর্মীরা। এসময় বিক্ষুব্ধ কর্মীরা নাটোর বগুড়া মহাসড়কে পুলিশের পিকআপসহ ১৪-১৫ টি যানবাহনে হামলা চালিয়ে ভাঙচুর করে। 

ভাঙছুর এর সময় যানবাহনের যাত্রীরা দেখবেদিক ছোটাছুটি করতে থাকে। ১০-১৫ মিনিটের এই তান্ডব চলাকালীন সময়ে পুলিশ সেখান থেকে পালিয়ে যায়। এ সময় পুলিশ জেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক দাউদার মাহমুদসহ তিন জনকে আটক করে। 

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। 

পরে স্থানীয় শ্রমিকদের ধাওয়ায় বিএনপির কর্মীরা সেখান থেকে পালিয়ে যায়। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা দাউদার মাহমুদের তেল পাম্পে হামলা চালিয়ে ভাঙচুর করে। ঘটনার কিছুক্ষণ পরে ডিবি পুলিশের একটি দল সেখানে উপস্থিত হয়। 

নাটোর সদরের সিংড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আখতারুজ্জামান জানান, হামলায় পুলিশের দুই সদস্য আহত হয়েছে এবং পুলিশের পিকআপ ভ্যান ক্ষতিগ্রস্ত হয়েছে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.