মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলায় আগুনে পুড়ে শামসুন্নাহার বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শামসুন্নাহার বেগম ওই গ্রামের মরহুম আশত আলী শেখের স্ত্রী।
স্থানীয়রা জানান, মশার কয়েলের আগুন থেকে বসতঘরে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। রাতে অসুস্থ বৃদ্ধা শামসুন্নাহার বেগম দ’ুচালা টিনের ঘরটিতে ঘুমিয়ে ছিলেন। কিছু বুঝে উঠার আগেই পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসী এসে আগুন নিভায়। খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থলে আসেন। নিহত শামসুন্নাহার বেগমের ছেলে মো. শরীফ শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। প্রতিবেশী রফিকুল ইসলাম জানান, শ্রীনগর থানা পুলিশের এসআই মো. আবিদ লাশ উদ্ধার করেছেন।
কুকুটিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল কাইয়ুম মিন্টু বলেন, আগুন লাগার খবর শোনে রাতেই ঘটনাস্থলে আসি। ধারনা করা হচ্ছে মশার কয়েল থেকে ঘরে আগুনের সূত্রপাত হয়েছে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ্ আল তায়াবীর জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।