দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার শেরপুরের ভাদড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৭ জানুয়ারি রবিবার দুপুরে বুকের তাজা রক্ত দিয়ে নৌকায় ভোট দিয়েছেন ফরহাদ হোসেন মাসুদ নামের এক যুবক ভক্ত।
জানা যায়, উপজেলার মির্জাপুর ইউনিয়নের ভাদড়া গ্রামের মৃত দুদু সরকারের ছেলে ফরহাদ হোসেন মাসুদ (৩৫) গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খানের ফার্মে চাকরি করেন। বঙ্গবন্ধুর প্রতীক নৌকাকে ভালোবেসে প্রায় সাড়ে তিনশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে শেরপুরে তার নিজ এলাকায় ভোট দিতে আসেন। ভোটের দিন বেলা সাড়ে ১১টায় ভোট কেন্দ্রে গিয়ে তিনি এক অন্যরকম কাণ্ড করে বসেন। ব্লেড দিয়ে তার বুকের বাম দিকে কেটে তাজা রক্ত দিয়ে নৌকা প্রতীকে ভোট দিয়ে এলাকায় হৈচৈ সৃষ্টি করেছে।
ওই এলাকার মো. নান্নু মিয়া, সোহেল রানা, বিল্লালসহ কয়েকজন জানান, বুকের রক্ত দিয়ে নৌকায় সিল দিয়েছে সে।
এ প্রসঙ্গে নৌকার ভক্ত ফরহাদ হোসেন মাসুদ জানান, আমি ছোটবেলায় স্কুলে পড়তে গিয়ে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশপ্রেমের কথা জানতে পারি। তখন থেকেই আমি বঙ্গবন্ধুর নৌকা প্রতীকের ভক্ত। সড়কে দূরপাল্লার গাড়ি সংকটের মধ্যেও গোপালগঞ্জ জেলা থেকে বগুড়ার শেরপুরে নিজের এলাকায় এসে ভোট দিয়েছি।