নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার মোগরাপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুই নারী ও এক পুরুষকে পাঁচ হাজার একশ ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) গ্রেফতার করেছে।
বুধবার (১০ জানুয়ারি) দুপুরে র্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) সনদ বড়ুয়া সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানান।
এর আগে মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেলে গ্রেফতার তিন মাদক ব্যবসায়ীর কাছ থেকে একই সময় মাদক বিক্রির ২৪ হাজার ৫শ টাকা জব্দ করা হয়েছে।
গ্রেফতার কুমিল্লার বুড়িচং থামার শংকচাইল এলাকার ইউসুফের স্ত্রী কুসুম ওরফে কুলসুম (৩০), পটুয়াখালী সদর থানার আঠারোগাছিয়া এলাকার দুলালের স্ত্রী নাসিমা (২৬) ও কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার শশীদল এলাকার সোনা মিয়ার ছেলে মো. ইউসুফ (৫৩)কে বুধবার সকালে সোনারগাঁ থানায় হস্তান্তর ও মামলা করা হয়েছে।