নীলফামারী জেলার চিলাহাটিতে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।
গতকাল রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের এস.আই মনিরুল ইসলাম এবং এ.এস.আই মুহিদ সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে চিলাহাটি স্টেশন রোড থেকে মৃত. আব্দুল জব্বারের ছেলে মাদক ব্যবসায়ী নজরুল ইসলাম নজুকে ৫৮ গ্রাম গাঁজাসহ আটক করেন।
চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের এ.এস.আই মুহিদ জানান, ডোমার থানার অফিসার ইনচার্জ আবু সাইদের নির্দেশনায় এবং চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. মশিউর রহমানের নেতৃত্বে আমরা এ অভিযান পরিচালনা করি।
আটককৃত নজু দীর্ঘ দিন যাবত এলাকায় মাদক ব্যবসা করে আসছিল বলে তিনি জানান।