× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নবীনগরে ড্রেজার ব্যবসায়ীকে জরিমানা

নবীনগর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

২২ জানুয়ারি ২০২৪, ১৬:০২ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করায় এক ড্রেজার ব্যবসায়ীকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার দুপুরে নবীনগর থানা পুলিশ ও জিনদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আউয়াল রবি'র সহযোগীতায় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান মালাই গ্রামের ফসলি জমিতে অবৈধভাবে ড্রেজার চালানোর অভিযোগে এই অভিযান পরিচালনা করেন। 

এবিষয়ে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা জাহান জানান, মালাই গ্রামে অভিযান পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ২টি ড্রেজার মেশিন ও ড্রেজার মেশিনের পাইপসহ সকল সরঞ্জামাদি জব্দ করে স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্বায় রাখা হয়েছে এবং ঐ ড্রেজার ব্যবসায়ীকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করে ভবিষ্যতে আর এই কাজ করবে না বলে মুচলেখা নেওয়া হয়েছে।

তিনি আরো জানান, নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে নবীনগর থেকে সকল ড্রেজার ব্যবসায়ীদের উৎখাত করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.