× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দোহার যানজটমুক্ত করতে উচ্ছেদ অভিযান

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

২২ জানুয়ারি ২০২৪, ১৬:৫৩ পিএম

উপজেলাকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও যানজটমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে দোহার পৌরসভা। 

সোমবার (২২ জানুয়ারি) দুপুরে ঢাকার দোহার পৌরসভার জয়পাড়া বাজারে পৌরসভার মেয়র মো. আলমাছ উদ্দিনের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। 

দোহার উপজেলা পরিষদের রোড থেকে অভিযান শুরু করে করম আলীর মোড় হয়ে থানার মোড় পর্যন্ত রাস্তা দখল করে রাখা দোকান মালিকদের জিনিসপত্র উচ্ছেদ করা হয়। দীর্ঘদিন যাবত পথচারীদের রাস্তা দখল করে জিনিসপত্র রাখা হয়েছিলো। জয়পাড়া ব্রিজ থেকে করম আলীর মোড় পর্যন্ত যানজট লেগেই থাকতো। আর সেই যানজট নিরসনে উচ্ছেদ অভিযানে নামে দোহার পৌরসভা কর্তৃপক্ষ। 

অভিযানে পৌরসভার প্রকৌশলী এমএম মামুন উর রশিদ বলেন, আমরা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর মেয়রের নেতৃত্বে দোহার পৌরসভাকে একটি যানজট মুক্ত রাখার জন্য এ অভিযান পরিচালনা করেছি। আমাদের পৌরসভার যে ফুটপাতের দোকানগুলো রয়েছে তাদের জন্য একটি পূর্ণবাসের ব্যবস্থা করব। 

তিনি আরো বলেন, আমরা কাউকে হ্যারেজমেন্ট করতে চাই না। আমরা চাই সুন্দর একটি যানযট মুক্ত দোহার পৌরসভা। সেই লক্ষেই কাজ করে যাচ্ছি। উচ্ছেদ অভিযানে দোহার থানার এসআই মিন্টু লষ্কর, আয়নাল হোসেন আশিকসহ দোহার থানার পুলিশ ও পৌরসভার অন্যান্য কর্মীবৃন্দ সহযোগিতা করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.