চাঁদপুর জেলার হাইমচর উপজেলার চরভৈরবী লঞ্চঘাট এলাকায় সকালে ব্যাটারিচালিত সরঞ্জামাদি ব্যবহার করে ইলেকট্রিক শকে মাছ ধরা অবস্থায় ১টি নৌকা সরঞ্জামাদিসহ জব্দ করা হয়। ২ জন জেলেকে আটক করা হয়।
আটককৃত ২ জন জেলেকে মোবাইল কোর্টের আওতায় জরিমানা করা হয়।
সোমবার সকালে মোবাইল কোর্টের আওতায় প্রশাসন,মৎস্য অধিদপ্তর ও নৌপুলিশের সম্মিলিত অভিযানে অংশগ্রহণ করেন নৌ পুলিশের ডিআইজি মো. কামরুজ্জামান, পুলিশ সুপার বেলায়েত হোসেন,হাইমচর উপজেলা নির্বাহী অফিসার পুর্বিতা চাকমা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা,( অতিরিক্ত দায়িত্ব) মো. মাহবুব রশিদ, নীলকমল নৌপুলিশফাঁড়ির ইন্সপেক্টর মো. জাহাঙ্গীর হোসেন, চরভৈরবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ জুবায়ের শিমুল, স্হানীয় জনপ্রতিনিধ, সাংবাদিকবৃন্দ এবং সঙ্গীয় ফোর্স।