চাঁদপুরের ফরিদগঞ্জে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে দুই হাসপাতালের একটি সিলগালা করেছে এবং অপর একটি সিলাগালা করার পাশাপাশি ৩০ হাজার টাকা জরিমানা করেছে।
সোমবার (২২ জানুয়ারি) বিকালে এই তথ্য নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
জানা গেছে, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) আজিজুন্নাহারের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত ফরিদগঞ্জ উপজেলা সদরস্থ কয়েকটি প্রাইভেট হাসপাতালে অভিযান পরিচালনা করেন। এরমধ্যে ইসলামিয়া হাসপাতালের লাইসেন্স না থাকায় সিলগালা এবং রূপসা দক্ষিণ ইউনিয়নের গৃদকালিন্দিয়া বাজারস্থ স্কয়ার হাসপাতাল এন্ড ডায়গনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে লাইসেন্স না থাকায় সেটিকেও সিলগালা করে দেয়া হয়। এছাড়া ওই হাসপাতালের অভ্যন্তরস্থ ফার্মেসীকে লাইন্সেস না থাকায় এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ থাকায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি ডা. মাকসুদুল রহমান, সহকারি সার্জন ফয়সাল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।