× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

টাঙ্গাইলে সর্বনিম্ন তাপমাত্রায় স্কুল-কলেজ বন্ধ ঘোষণা

টাঙ্গাইল প্রতিনিধি

২২ জানুয়ারি ২০২৪, ১৯:৩১ পিএম

টাঙ্গাইলে শীতের তীব্রতা বেড়েই চলছে। শীতের কারণে অনেকেই ঘর থেকে বের হচ্ছেন না। আবার কেউ কেউ গরম পোশাক পরে তাদের গন্তব্যে যাচ্ছেন। আবার অনেকেই আগুন জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা গেছে। 

তীব্র কুয়াশা এবং হিমেল হাওয়ার কারণে জনজীবনে বিপর্যন্ত হয়ে পড়েছে। জেলায় চলতি বছরের সর্ব নিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে আজ। এ দিন জেলায় সর্ব নিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এতে জনসাধারণে জীবন যাত্রা ব্যাহত হচ্ছে।

জেলা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জামাল উদ্দিন জানিয়েছেন, কয়েক দিন ধরে টাঙ্গাইলের তাপমাত্রা কমেছে। সোমবার টাঙ্গাইলের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা এ বছরের মধ্যে সর্বোনিম্ন।

টাঙ্গাইল জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম জানান, তাপমাত্র সর্বনিম্ন থাকায় জেলার সকল স্কুল কলেজ বন্ধের ঘোষনা দেওয়া হয়েছে। এছাড়া শীত নিবারনের জন্য গরীব আসহায় মানুষের মাঝে প্রায় ৮০ হাজার কম্বল বিতরণ করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.