× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নরসিংদীতে নদী তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

নরসিংদী প্রতিনিধি

২২ জানুয়ারি ২০২৪, ১৯:৩৪ পিএম

নরসিংদীর সদর উপজেলার হাড়িধোয়া নদী তীরে ছয়টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।

সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার চিনিশপুর ইউনিয়নের সোনাতলা এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় বলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান কাউছার জানান।

উচ্ছেদ করা অবৈধ স্থাপনাগুলোর মধ্যে রয়েছে- দুইটি টিন শেড ঘর, একটি দোতলা বিল্ডিং এর একাংশ, একতলা বিল্ডিং এর একাংশ, দোকান এর একাংশ ও বরফ কারখানার সিঁড়ি।

তিনি বলেন, দখল ও দূষণ রোধে অবৈধ দখলদারদের হাত থেকে হাড়িধোয়া নদীর জায়গা উদ্ধার করতে এই অভিযান চালানো হয়েছে।

ওই এলাকার ত্রিমোহনী বটতলা (পুটিয়া ব্রিজ সংলগ্ন) থেকে নদীর পাড়ে এক কিলোমিটার সীমানায় নির্মিত স্থাপনা ও নির্মাণাধীন অবকাঠামো উচ্ছেদ করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার আরও বলেন, সেখানে ছয় ব্যক্তি নদীর ওই জায়গাগুলো অবৈধভাবে দখল করে রেখেছিলেন। তাদেরকে স্থাপনা সরিয়ে নিতে একাধিক চিঠি দিলেও তারা স্থাপনা সরিয়ে নেননি। 

জায়গাগুলো অবৈধ দখলদারদের হাত থেকে মুক্ত করে সরকারের দখলে আনা হয়েছে বলে জানান তিনি।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.