ময়মনসিংহের তারাকান্দায় সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী মাহেন্দ্রার ধাক্কায় আনিছুর রহমান (৩০) নামে এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩ জন।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ভোর ৬টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়কের তারাকান্দা উপজেলার গোপালপুরে খামার বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।নিহত আনিছুর রহমান ফুলপুর উপজেলার বালিয়া গ্রামের মৃত নূরল ইসলামের ছেলে।
ঘটনার সময় মাহেন্দ্রাতে থাকা ৩ যাত্রী গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। তবে তাদের পরিচয় জানা যায়নি।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আনিছুর রহমান ঘটনাস্থলেই মারা গেছেন। আর গুরুতর আহত অবস্থায় ৩ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’