শ্রীনগরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সেলিম তালুকদার (৩৪) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে।
বুধবার বিকাল পৌণে ৩টার দিকে উপজেলার ষোলঘর ইউনিয়নের মুন্সীপাড়ায় এই ঘটনা ঘটে।
আহত সেলিম তালুকদার ওই গ্রামের শামসুল তালুকদারের ছেলে। এ ঘটনায় একই গ্রামের লিটন তালুকদার (৫৮) তার ছেলে মোয়াজ্জেম (৩০), মিলন (৪০) সহ একই পরিবারের ৫ জনকে আটক করেছে থানা পুলিশ। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, ঘটনাস্থল থেকে অভিযুক্তদের আটক করে থানায় এনে জিগ্যাসাবাদ করা হচ্ছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা জানিয়েছেন, মোয়াজ্জেম তালুকদারদের সাথে প্রতিবেশী সেলিম তালুকদারদের জায়গা জমি সংক্রান্ত বিরোধ চলছিল। বুধবার পায়ে হাটার রাস্তায় টিনের দরজা নির্মাণকে কেন্দ্র করে উভয় পক্ষের কথা কাটাকাটির এক পর্যায় মোয়াজ্জেম তালুকদার ধারালো ছুরি দিয়ে সেলিম তালুকদারের পেটে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে রক্তাক্ত জখম করে। পরে সেলিমকে পরিবারের লোকজন উদ্ধার করে প্রথম স্থানীয় একটি ক্লিনিকে নেন। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
গুরুতর আহত সেলিম তালুকদারের বড় ভাই আবু সাঈদ জানান, সেলিমকে এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। সে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।