মাদারীপুরের কালকিনিতে পারিবারিক কলহের জেরে গলায় ওড়না পেঁচিয়ে এক রাজমিস্ত্রী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
গতকাল শুক্রবার রাতে আলীনগর ইউনিয়নের গদাধরদী গ্রামে দেলোয়ার আকনের ভাড়া বাসা থেকে লাশ উদ্ধার করেছে কালকিনি থানা পুলিশ।
নিহত শামিম বেপারী নেহাল (২২) ডাসার থানার গোপালপুর এলাকার মফিজুল বেপারীর ছেলে।
পুলিশ ও এলাকা সূত্রে জানা যায়, গত বছরের মে মাসে বিয়ে করেছিল শামিম। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কহল হয়ে আসছিলো। শুক্রবার রাতে স্ত্রী টিভি দেখছিলো সেই সুযোগে শামীম ঘরের বারান্দার রুমের দরজা আটকে দেয়। পরে শামিমের কোন সাড়াশব্দ না পেলে স্ত্রীর সন্দেহ হলে দরজার ফাঁকা দিয়ে শামিমকে ওড়না দিয়ে ফাঁস দিয়ে ঘরের রুয়ার সাথে ঝুলতে দেখে। পরে নিহত শামিমের স্ত্রী চিৎকার চেচামেচি করলে আশপাশের লোকজন ছুটে এসে ফাঁস দেওয়া অবস্থায় শামিমকে দেখতে পায়।
পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে দরজা ভেঙে লাশ উদ্ধার করে।
কালকিনি থানার অফিসার ইনচার্জ সরকার আবদুল্লাহ আল মামুন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।