× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাউফল উপনির্বাচনে চেয়ারম্যান পদে ৬ প্রার্থীর লড়াই

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

২৭ জানুয়ারি ২০২৪, ১৭:০৪ পিএম

পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের উপ-নির্বাচনে ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান পদে ৬ জন প্রর্থী লড়াই করেছেন। 

এদের অধিকাংশ প্রার্থী ক্ষমতাসীন দল আওয়ামী লীগের। এদেরকে নিয়ে গ্রাম-গঞ্জে আলোচনার ঝড় উঠেছে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২১ সালের ১১ এপ্রিল ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে কেশবপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও ইউনিয়ন আ'লীগের সভাপতি সালেহ উদ্দিন পিকু চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। 

২০২৩ সালের ১৪ আগষ্ট বার্ধক্যজনিত কারণে সালেহ উদ্দিন পিকুর মৃত্যু হয়। সে কারণে চেয়ারম্যান পদটি শূন্য হওয়ায় বাংলাদেশ নির্বাচন কমিশন গত ২৪ জানুয়ারি উপ-নির্বাচনের তফশিল ঘোষণা করেন এবং আগামী ৯ মার্চ ভোট গ্রহণ।

নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা দৌড়ঝাপ শুরু করেছেন এবং ভোটারদের কাছে দোয়া ও সমর্থন চাইছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে , নির্বাচনে আলোচিত সম্ভাব্য প্রার্থী কেশবপুর ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক অপু, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল বশার খান, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মনিরুল ইসলাম টিটু, সাবেক সভাপতি ও বর্তমান ইউনিয়ন আ'লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আব্দুল মালেক মিয়া, খাইরুল কবির নিপু, সেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জিয়া উদ্দীন সুজন, ১নং প্যানেল চেয়ারম্যান ও ৯নং ওয়ার্ডে ইউপি সদস্য শাজাহান গাজী। ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আসাদুল হক জুয়েল।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.