× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নিখোঁজের পাঁচদিনেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী চাঁদনী

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

২৭ জানুয়ারি ২০২৪, ১৮:২৯ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের পাঁচদিনেও উদ্ধার হয়নি মোছাম্মৎ সোহানা জামান নুর চাঁদনী (১৫) নামে এক স্কুলছাত্রী।

গত মঙ্গলবার সকাল ৮টায় স্কুলের উদ্দেশে বাসা থেকে বের হয় চাঁদনী। স্কুল শেষে বাসায় ফেরার সময় পার হলেও আর ফেরেনি বাসায়। পরে আশেপাশে আত্মীয়-স্বজনদের বাসায় খোঁজাখুঁজির পরে শিক্ষার্থীর খোঁজ মেলেনি।

এ ব্যাপারে মঙ্গলবার সন্ধ্যায় সোনারগাঁও থানায় সাধারণ ডায়েরি করেছেন স্কুলছাত্রীর মা।

জানা যায়, নিখোঁজ শিক্ষার্থী উপজেলার পৌরসভার দৌলরবাগ গ্রামের সাকিল জামান রানার মেয়ে মোসাম্মৎ সোহানা জামান নূর চাঁদনী। নিখোঁজ শিক্ষার্থী একই উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস এলাকার আইডিয়াল স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণির পড়ুয়া শিক্ষার্থী।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) শেখ বিল্লাল হোসেন জানান, তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিখোঁজ শিক্ষার্থীর উদ্ধারের কাজ চলমান রয়েছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.