× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাংনীতে তুচ্ছ ঘটনায় উভয় পক্ষের ১৩ জন আহত

মেহেরপুর প্রতিনিধি

৩১ জানুয়ারি ২০২৪, ১৫:৫৬ পিএম

মেহেরপুর জেলার গাংনী উপজেলার ঢেপা গ্রামে কৃষি কাজের মজুরি নিয়ে বিবাদের সংঘর্ষে উভয় পক্ষের ১৩ জন আহত হয়েছেন। 

বুধবার সকাল ৮টার সময় ঢেপা বাজারে এয় সংঘর্ষের ঘটনা ঘটে। 

আহতরা হলেন ঢেপা গ্রামের মৃত খোকা সেখের ছেলে রেজাউল , রেজাউলের তিন ছেলে উসমান, হুমায়ন, হযরত, রেজাউলের স্ত্রী হালিমা, নাতিছেলে স্বপন। অপর পক্ষের নুর ইসলাম, আসাদুল, ফরজ, মজিবর, নয়ন মিয়ারুল ও আলামিন।

স্থানীয়রা জানান কৃষি কাজের মজুরি নিয়ে গতকাল মঙ্গলবার বিকালে মজিবর ও হুমায়নের মধ্যে সামান্য হাতাহাতি হয়। সেই ঘটনার জেরে আজ সকালে গ্রামের চায়ের দোকানে প্রথমে মজিবর ও হুমায়নের মধ্যে সংঘর্ষ বাধে। পরে উভয় পক্ষের লোকজন লাঠিসোঠা ও দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এত উভয় পক্ষের ১৩জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। 

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক লিয়ন বলেন, আহতদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে কারও অবস্থা আশঙ্কাজনক নয়।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.