× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মুন্সীগঞ্জের সেই ৪ ইটভাটাকে ৩২ লাখ টাকা জরিমানা

মুন্সীগঞ্জ প্রতিনিধি

৩১ জানুয়ারি ২০২৪, ১৭:৫৪ পিএম

গত ৩০ জানুয়ারি মঙ্গলবার দৈনিক সংবাদ সারাবেলা অনলাইনে সংবাদ প্রকাশের পর পরিবেশ অধিদপ্তরের অভিযানে মুন্সীগঞ্জের সিরাজদিখানের সেই ৪ ইটভাটাকে ৩২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ইটভাটার কার্যক্রম বন্ধ করতে ভাটার বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। 

বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উপজেলার বাসাইল ও বালুচর ইউনিয়নে পরিবেশ অধিদপ্তরের সিনিয়র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  সুলতানা  সালেহা  সুমির  নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানে বাসাইল ইউনিয়নের মেসার্স শামছুদ্দিন এন্ড রবিলা ব্রিকসের মালিক আলতাফ হোসেনকে ৮ লাখ টাকা একই এলাকার মেসার্স ন্যাশনাল ব্রিকস এর মালিক অলি আহমেদকে ৭ লাখ টাকা, মেসার্স মায়ের দোয়ার মালিক জনি আহমেদকে ৭ লাখ টাকা, বালুচর ইউনিয়নের মায়ের দোয়া ব্রিকসের মালিককে ১০ লাখা টাকাসহ মোট ৩২ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় ইটভাটা কার্যক্রম বন্ধ করতে ভাটার বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা শাখার পরিচালক মো. রেদোয়ান উল্লাহ, উপ-পরিচালক আব্দুল্লাহ আল-মামুন, সিরাজদিখান থানা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো.ফজলুল করিম ও সিরাজদিখান থানার এস আই মো. লোকমান হোসেন। 

অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান, পরিবেশ অধিদপ্তরের সিনিয়র  এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট  সুলতানা  সালেহা সুমি।  



Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.