× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাজনীতিতে নতুনত্ব আনতে স্মার্ট ক্যাম্পাস ও লিডারশিপ তৈরি করা হচ্ছে

রংপুর ব্যুরো

৩১ জানুয়ারি ২০২৪, ১৯:২৩ পিএম

ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, মেধাভিত্তিক রাজনীতির মাধ্যমে একাডেমিক, পলিটিক্যাল, বিজনেস লিডারশীপ তৈরী করতে কাজ করে যাচ্ছে ছাত্রলীগ। স্মার্ট ক্যাম্পাস ও লিডারশিপ তৈরি করা হচ্ছে। আমরা চাই ছাত্র রাজনীতিতে নতুনত্ব আনতে, যুগোপযোগী করতে। আমরা মেধাভিত্তিক রাজনীতিকে গুরুত্ব দিচ্ছি। ছাত্র রাজনীতিতে নতুন নতুন উপাদান সম্পৃক্ত করার চেষ্টা করছি। 

বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে জেলা ছাত্রলীগ আয়োজিত ছাত্র সমাবেশে যোগ দিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। 

ছাত্রলীগ সভাপতি বলেন, দেশে যৌতুক, বাল্যবিবাহ, শিক্ষাপ্রতিষ্ঠানে সহিংসতাসহ এমন সামাজিক সমস্যা আমরা জাদুঘরে পাঠাতে চাই। নিরাপদে-নির্বিঘ্নে দেশের ৫ কোটি শিক্ষার্থী যেন আধুনিক শিক্ষা লাভ করতে পারে ছাত্রলীগ সে লক্ষ্যে কাজ করছে। সাংগঠনিক পূর্ণগঠন প্রক্রিয়ায় অগ্রাধিকার ভিত্তিতে জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়ে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হচ্ছে। যেন শিক্ষার্থীরা চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা ও আধুনিক ছাত্র রাজনীতি উপহার দিতে পারবে এমন নেতাকেই নেতৃত্বে আনা হবে।   

তিনি আরও বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অপশক্তি পরাজিত হয়েছে। ছাত্রলীগ গণতন্ত্রের ধারাবাহিকতা ও দেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিতে কাজ করতে পেরেছে। আগামীতে স্মার্ট বাংলাদেশ গঠনে সরকার কাজ করছে। দেশে অর্থনীতিতে নতুনত্ব আসবে, যে কারণে ভাল একাডেমিক পরিবেশ ধরে রেখে আধুনিক রাজনীতি উপহার দেওয়া গুরুত্বপূর্ণ। আগামীতে নতুন স্মার্ট বাংলাদেশ গঠনে বাধা প্রদান, গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্থ করাসহ জানমালের উপর আঘাত আসলে গণতান্ত্রিকভাবেই ছাত্রলীগ তাদের পরাজিত করবে।  

জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাব্বির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তানিম আহসান চপলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী বাবুল, অ্যাড. আনোয়ারুল ইসলাম, জয়নাল আবেদীন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল আলীম,মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি সাফিউর রহমান সফি, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক  মুসান্না আল গালিব, সহ সম্পাদক  আসমাইল হুসনা মোনালিসাসহ অন্যরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.