নরসিংদী সদর উপজেলার চিনিশপুরের ঘোড়াদিয়ায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গতকাল শুক্রবার দিনগত রাত সাড়ে ১০টার দিকে শহরতলীর চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া মোল্লা বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুমন মিয়া ওরফের কালা সুমন (৩৬) শহরতলীর চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া এলাকার ছোবান মিয়ার ছেলে ছিলেন।
নিহতের স্বজনরা জানায়, প্রতিদিনেরমতো দাসপাড়া মহল্লার একটি খানকা শরীফ থেকে বন্ধুদের সঙ্গে আড্ডা শেষে বাড়ি ফিরছিলেন সুমন মিয়া। এ সময় মোল্লা বাড়ি মসজিদ এলাকায় পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে ওৎ পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত তাঁকে এলোপাতারিভাবে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিলে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানেই রাত দেড়টার দিকে চিকিৎসাধীন মৃত্যু হয় সুমনের।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন জানান, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা উদঘাটনে কাজ করছে পুলিশ। এখনও পর্যন্ত কেউ আটক বা গ্রেপ্তার হয়নি। পরবর্তীতে ঘটনার বিস্তারিত জানানো হবে।