পটুয়াখালীর বাউফলে সাগর শিকদার (৩৫) নামে একজন নিয়মিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ও ছয় মাসের কারাদণ্ড এবং ৫শ টাকা অর্থদণ্ডের সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল শুক্রবার রাত ৮টায় উপজেলার কালাইয়া ইউনিয়নের বড় ডালিমা এলাকায় একাধিক মাদক মামলার ওই আসামিকে সাজা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী।
সাগর শিকদার বড় ডালিমা গ্রামের মৃত দেলোয়ার শিকদারের ছেলে।
তার বিরুদ্ধে বিভিন্ন সময়ের বাউফল থানার ৭টি মাদক মামলা আদালতে বিচারাধীন। শুক্রবার রাতে মাদক সেবনরত অবস্থায় তাকে আটক করে পুলিশ। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসামিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫শ টাকা অর্থদণ্ডের সাজা দেন।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, আসামি সাগর শিকদার নিয়মিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। পুলিশের নিয়মিত মাদক অভিযান অব্যাহত রয়েছে।