× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মেয়ের বাড়িতে যাওয়া হলো না বৃদ্ধার

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৩৯ পিএম

ফরিদপুরের সালথায় পাটবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নির্মলা রানী পতনদার (৭৫) নামের এক বৃদ্ধার মৃত্যুর খবর পাওয়া গেছে। 

শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩ টার দিকে সালথা সদর বাজারের স্কুল রোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত নির্মলা রানী পত্তনদার ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের উলুকান্দা গ্রামের মৃত বিনয় কুমার পত্তনদারের স্ত্রী।  

নিহতের পরিবার জানান, নিহত নির্মলা রানী নাতির মোটরসাইকেলে উপজেলার আটঘর ইউনিয়নের চাউলিয়া মেয়ের বাড়িতে যাচ্ছিলেন। সালথা সদর বাজার পার হওয়ার পর স্কুল রোড় এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে আসা (ঢাকা মেট্রো ট ১৪-৬১৪৪) ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল ওপর উঠে যায়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান। এসময় ঘটনা ঘটনা স্থল থেকে ট্রাক চালক ট্রাক রেখে পালিয়ে যায়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, খবর পেয়ে সালথা থানা পুলিশের একটি টিম লাশ ও ঘাতক ট্রাক থানায় নিয়ে আসে। এ ব্যাপারে অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.