× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মিয়ানমারের মর্টারশেল পড়ল বাংলাদেশে, নারীসহ নিহত ২

কক্সবাজার ও বান্দরবান প্রতিনিধি

০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৩৭ পিএম । আপডেটঃ ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:১৩ পিএম

ফাইল ছবি

বান্দরবান নাইক্ষ্যংছড়ি ঘুমধুমে সীমান্তের মিয়ানমারের থেকে ছোড়া মর্টারশেল বিস্ফোরণে অজ্ঞাত এক রোহিঙ্গা শ্রমিক ও এক বাংলাদেশি নারী নিহত হয়েছেন।

সোমবার আড়াইটার দিকে ঘুমধুমে ৪নং ওয়ার্ডের জলপাইতলী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঘুমধুম ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জলপাইতলী এলাকায় বাদশা মিয়া স্ত্রী হোসনে য়ারা (৪৫) ও অপর একজন নিহত রোহিঙ্গা (৫৫) শ্রমিকের পরিচয় পাওয়া যায়নি। 

তথ্যটি নিশ্চিত করেছেন ঘুমধুম ইউনিয়নের ৪,৫,৬ সংরক্ষিত আসনে ইউপি সদস্য খালেদ বেগম এবং ঘুমধুম ইউনিয়নের ১নং ওয়ার্ড জলপাইতলীর ইউপি মেম্বার শফিকুল ইসলাম।

স্থানীয়রা জানান, আজ কাজ শেষে দুপুরে দিনমজুরি রোহিঙ্গাকে খাবার দিতে গেলে হঠাৎ করে ওপার  থেকে মিয়ানমার ছোড়া মর্টারশেল ঘরে ভিতরে এসে পড়ে। এসময় মর্টারশেল বিষ্ফোরনের ঘটনাস্থলে রোহিঙ্গা শ্রমিক মারা যান। আহত হন হোসনে য়ারা নামে বাংলাদেশি। পরে আহত ব্যক্তিকে এলাকাবাসী  উদ্ধার করে এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।

নাইক্ষ্যংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেলে দুইজন নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশের টিম যাচ্ছে। পরে বিস্তারিত বলা যাবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.