× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শেরপুরে ভ্রাম্যমাণ আদালতে ৮০ হাজার টাকা জরিমানা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৪৭ পিএম

বগুড়ার শেরপুরে ৩ কসমেটিকস সামগ্রীর দোকানে ৮০ হাজার জরিমানা করেছেন উপজেলা প্রশাসন ও  ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ ভ্রাম্যমান আদালত। 

সোমবার বেলা ১১টায় শহরের শেরশাহ নিউ মার্কেটে অভিযান চালিয়ে এ জরিমানার অর্থ আদায় করে।

এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  এস এম রেজাউল করিম। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভীসহ শেরপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রেজাউল করিম জানান, শেরপুর শহরের বিভিন্ন এলাকার কসমেটিকসের দোকানগুলোয় মোড়কবিহীন, নিষিদ্ধ ও মেয়াদউত্তীর্ণ প্রসাধনী বিক্রি করে আসছিল। এ বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে শহরের শেরশাহ নিউ মার্কেটে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সেখানে ৩ ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে আগামী ১০ দিনের মধ্যে তারা সকল মোড়কবিহীন, নিষিদ্ধ ও মেয়াদউত্তীর্ণ সকল সামগ্রী সরিয়ে ফেলবেন বলে তারা অঙ্গীকার করেছে ওইসব ব্যবসায়ীরা। এর ব্যত্তয় ঘটলে তাদের বিরুদ্ধে কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে এবং জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে ওই কর্মকর্তা দাবী করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.