× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিলেটে বিকাশ প্রতারক গ্রেফতার

সিলেট ব্যুরো

০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:০৭ পিএম

সিলেটে এক বিকাশ প্রতারককে গ্রেফতার করেছে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। 

রবিবার এক অভিযানে জকিগঞ্জ থানার বিলবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আজ সোমবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে এপিবিএন।

গ্রেফতার যুবক জকিগঞ্জ থানার কাজাসার এলাকার মো. আব্দুল খালিকের ছেলে মো. ইকবাল হোসেন কামরুল। 

সংবাদ সম্মেলনে এপিবিএন জানায়, বিকাশে প্রতারণার শিকার হয়েছেন এমন একজন ভুক্তভোগী গত ১২ জানুয়ারি সিলেট ৭ এপিবিএনের সাইবার টিমে অভিযোগ দেন।  এর প্রেক্ষিতে ৭ এপিবিএনের অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলামের দিকনির্দেশনায় সাইবার টিম অতিরিক্ত পুলিশ সুপার মো. মফিজুল ইসলামের নেতৃত্বে বিষয়টি নিয়ে কাজ করা শুরু করে।

এর মাধ্যমে পুলিশ জানতে পারেন যে, প্রতারক কামরুল অনেক ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা বিকাশ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছে। এর ধারাবাহিকতায় ৭ এপিবিএন সিলেট সাইবার টিম প্রতারক ব্যক্তিকে শনাক্ত করে এবং তার অবস্থান নিশ্চিত করার পর ৭ এপিবিএন এর অপারেশন টিম পুলিশ পরিদর্শক এস এম আল মামুনের নেতৃত্বে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত কামরুল  বিকাশ অপরাধের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং সহযোগীদের নাম প্রকাশ করে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.